হাসনাতকে উপহার পাঠালেন রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৬ পিএম, ৩১শে আগস্ট ২০২৫

বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক রাজনৈতিক বাকযুদ্ধের পর এবার সম্পর্কের শীতলতা কাটতে শুরু করেছে বলে ইঙ্গিত মিলেছে।
শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে নতুন সংবিধান নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিষয়টি উল্লেখ করেন হাসনাত।
তিনি বলেন, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। তবে তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই।
আরও পড়ুন: এবার নুরকে রাষ্ট্রপতির ফোন, দিলেন যে আশ্বাস
এর আগে নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে একে অপরের বিরুদ্ধে সমালোচনাও চলে।
বৈঠকে নির্বাচন ও সংস্কারের প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, শুধু নির্বাচন নয়, সংস্কার এবং বিচারও প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, এই ঘটনা আমাদের জন্য একটি বার্তা। আমরা দেখেছি, অতীতে তারেক রহমানকেও মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল।
বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতা এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।
এসএ/