ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৪ পিএম, ৩১শে আগস্ট ২০২৫


ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে।


রোববার (৩১ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে রাপা প্লাজা সংলগ্ন এলাকা থেকে শংকরের বাংলাদেশ আই হসপিটালের সামনে পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের।


মিছিল থেকে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবি জানানো হয়।


বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি নিজেকে যুবলীগের নেতা পরিচয় দিয়ে বলেন, “এখানে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছেন।”


আরও পড়ুনএবার নুরকে রাষ্ট্রপতির ফোন, দিলেন যে আশ্বাস


এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি ক্সৈন্যু মারমা বলেন, “ধানমন্ডি ২৭ নম্বর থেকে তাদের একটি মিছিল বের হয়। ২৫-৩০ জনের মিছিলটি দ্রুত সরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, কিন্তু তখন আর কাউকে পাওয়া যায়নি।”


প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে গুলিস্তানের বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।


২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। তিন দিন পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, শীর্ষস্থানীয় নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যদের একে একে গ্রেপ্তার করা হয়। জোটসঙ্গী অন্য দলের কয়েকজন নেতাকেও গ্রেপ্তার করা হয়।


বর্তমানে আওয়ামী লীগের অধিকাংশ জ্যেষ্ঠ নেতা আত্মগোপনে রয়েছেন। ফলে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও তারা নেই।


মানবতাবিরোধী অপরাধ ও আন্দোলন দমনে শতাধিক মানুষ হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


তবে মাঝেমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়। অনেক সময় এসব মিছিল থেকে ধরপাকড়ও চালানো হয়।


এসএ/