আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান করেছে গণঅধিকার পরিষদ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৫৮ পিএম, ৩১শে আগস্ট ২০২৫


আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান করেছে গণঅধিকার পরিষদ
ছবি: সংগৃহীত

আইএসপিআরের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে গণঅধিকার পরিষদ। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন, দলের সভাপতি নুরুল হক নূরসহ শতাধিক নেতাকর্মীর ওপর সেনাবাহিনী ও পুলিশ রক্তাক্ত হামলা চালিয়েছে।


রবিবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।


আরও পড়ুন: ইসির সঙ্গে বৈঠকের পর যে সংশয় প্রকাশ করলেন রিজভী


রাশেদ খান বলেন, আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়েছে যে গণঅধিকার পরিষদের ওপর ‘মব হামলা’ হয়েছে। কিন্তু বাস্তবে তাদের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং চলাকালে সেনাবাহিনীর কয়েকজন সদস্যই হামলা চালায়। “এটাকে মব বলা যায় না, বরং সেই পরিস্থিতি সৃষ্টি করেছে সেনা সদস্যরা,” মন্তব্য করেন তিনি।


তিনি দাবি করেন, গণঅধিকার পরিষদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে এবং ভেতরে ঢুকে নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে। “এটিকে যদি মব হামলা বলা হয়, তবে সেই মব তৈরি করেছে সেনাবাহিনী,” বলেন রাশেদ খান।


আরও পড়ুন: হাসনাতকে উপহার পাঠালেন রুমিন ফারহানা


এসময় তিনি জানান, গণঅভ্যুত্থানের সময় সেনাবাহিনী গৌরবজনক ভূমিকা রেখেছিল, কিন্তু এখন কিছু ব্যক্তি পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। সেনাপ্রধানকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হলেও এখনো তিনি অবস্থান পরিষ্কার করেননি বলেও অভিযোগ করেন তিনি।


নুরুল হক নূরের শারীরিক অবস্থার প্রসঙ্গে রাশেদ খান বলেন, “নূরকে পুলিশ নয়, সেনা সদস্যরাই চিনে নিয়ে আক্রমণ করেছে। প্রকাশ্যে লাঠি দিয়ে তার বুকে আঘাত করা হয়েছে।” তার দাবি, জুলাই মাসে সরকারের পতন নিয়ে নূরের মন্তব্যের প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয়েছে।


আরও পড়ুন: নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া


তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় সেনা সদস্যরা হুমকি দিয়ে বলেছিল, জুলাই ভ\*রে দেওয়া হবে। “এরা ছাত্রলীগ-যুবলীগ ক্যাডারের চেয়েও ভয়ংকর, দেশপ্রেমিক সেনাবাহিনীতে তাদের কোনো স্থান নেই,” বলেন তিনি।


গণঅধিকার পরিষদ আশঙ্কা প্রকাশ করেছে, দেশে চিকিৎসাধীন অবস্থায় নূরের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। রাশেদ খান বলেন, “নূরের উন্নত চিকিৎসা সিঙ্গাপুর বা যুক্তরাজ্যে হওয়া প্রয়োজন। এর আগে ইনজেকশন দিয়ে জনপ্রিয় নেতাকে হত্যা করার নজির রয়েছে। তাই আমরা টার্গেট ক্লিন অপারেশনের আশঙ্কা করছি।”


আরও পড়ুন: নুরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়ার প্রস্তুতি


তিনি আরও বলেন, সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের কথা বললেও তা বাস্তবায়ন হবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।


এএস