নুরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়ার প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫১ এএম, ৩১শে আগস্ট ২০২৫

রাজধানীর বিজয়নগরে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের প্রস্তুতি চলছে। এরই মধ্যে তার জন্য ভিভিআইপি ১ নম্বর কেবিন প্রস্তুত করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকালে হাসপাতালের একটি সূত্র জানায়, নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন। চিকিৎসকের পরামর্শে যেকোনো সময় তাকে আইসিইউ থেকে ভিভিআইপি কেবিনে নেওয়া হতে পারে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় সব পরীক্ষা স্থগিত
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “নুরুল হক নুরের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখে আঘাত আছে। তবে সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে। তিনি কিছুটা ট্রমায় আছেন। বিশেষজ্ঞ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা চলছে। আশা করা যাচ্ছে, এক সপ্তাহের মধ্যে তাকে রিলিজ দেওয়া যেতে পারে।”
উল্লেখ্য, শনিবার রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে নুরুল হক নুর গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। ওই ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ আরও কয়েকজন নেতাকর্মী আহত হন।
এসএ/