ইসির সঙ্গে বৈঠকের পর যে সংশয় প্রকাশ করলেন রিজভী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:০৩ পিএম, ৩১শে আগস্ট ২০২৫


ইসির সঙ্গে বৈঠকের পর যে সংশয় প্রকাশ করলেন রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে।


রবিবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত এ বৈঠকে কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাউসদ ও কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।


আরও পড়ুন: হাসনাতকে উপহার পাঠালেন রুমিন ফারহানা


বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় রয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে কিছু দোসর রয়েছে যারা নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এ বিষয়ে কমিশনের প্রস্তুতি কী, তা আমরা জানতে চেয়েছি।”


তিনি আরও জানান, নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করেছে যে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে বিএনপি এখনো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


আরও পড়ুন: নুরের খোঁজ নিলেন খালেদা জিয়া


প্রতিনিধি দলের আলোচনায় আরপিও সংশোধন, সীমানা পুনর্নির্ধারণ, প্রবাসীদের ভোটাধিকার এবং পিআর পদ্ধতি নিয়েও আলোচনা হয়।


রিজভী বলেন, “আমরা সবসময়ই পিআর পদ্ধতির নানা চ্যালেঞ্জ তুলে ধরেছি। রাজনৈতিক দলগুলোর মতভেদ থাকতেই পারে।”


আরও পড়ুন: নুরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়ার প্রস্তুতি


এসময় নূরুল হক নুরের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নুরের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তার ওপর হামলা নিন্দনীয় এবং এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।”


এএস