ধামরাই কীটনাশক প্যাকেজিং কারখানায় আগুন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২২


ধামরাই কীটনাশক  প্যাকেজিং কারখানায় আগুন
ছবি: জনবাণী

ঢাকার ধামরাইয়ে একটি কীটনাশক তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নেভাতে পারেনি দমকলকর্মীরা। এতে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১৫ জন। সকালে উপজেলার কালামপুর এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।


শনিবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টায় উপজেলার কালামপুর বিসিক শিল্প নগরীর একটি কারখানার গোডাউনে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেন ধামরাই স্টেশন অফিসার সোহেল রানা।


ফায়ার সার্ভিস জানায়, সকালে চারতলা বিশিষ্ট ওই কারখানায় ভয়াবহ আগুন লাগে। এসময় মুহুর্তের মধ্যে আগুন পুরো চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা, ধামরাই, সাভার, আশুলিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা বেশী হওয়ায় এখনো ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি । এসময় আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১৫ জন। তবে কিভাবে আগুন লেগেছে এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজ আহমেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছেন।


আরএক্স/