ধামরাইয়ে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৫১ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২২


ধামরাইয়ে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: জনবাণী

ঢাকার ধামরাইয়ে বিসিক শিল্প নগরীর একটি কারখানার কেমিকেল গোডাউনের আগুন প্রায় চার ঘন্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


শনিবার সকাল ৯টার দিকে ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেন।


এর আগে ভোর পৌনে ৫টার দিকে বিসিক শিল্প নগরীর কারখানার কেমিকেল গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।


ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ভোর ৫টার দিকে বিসিক শিল্প নগরীর বাংলাদেশ এগ্রিকালচার লিমিটেড কারখানার কেমিকেল রাখার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কারখানার তৃতীয় তলায় কেমিকেল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত কারখানার চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। প্রথমে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু আগুন বেশি হওয়ায় আরও ফায়ার ইউনিট ঘটনাস্থলে আসে। পরে সাভার, ইপিজেড, জিরাবো ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট ও একটি ভেহিকলসহ মোট নয়টি ইউনিট ঘটনাস্থলে আসে। সবার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

জেবি/ আরএইচ/