কাশিয়ানীতে উপজেলা আ. লীগের সংবাদ সম্মেলন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৬ পূর্বাহ্ন, ১৩ই নভেম্বর ২০২২


কাশিয়ানীতে উপজেলা আ. লীগের সংবাদ সম্মেলন
ছবি: জনবাণী

গোপালগঞ্জের কাশিয়ানীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ।


আজ শনিবার (১২ নভেম্বর) কাশিয়ানীর ভাটিয়াপাড়া এসবি টাওয়ারের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মো. মফিজুর রহমান এবং কাশিয়ানী সদর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান।


এ সময় বীরমুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ কাজী, বীর মুক্তিযোদ্ধা মানোয়ার করিম লাভলু খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক জামিনুর রহমান জাপান, অর্থ বিষয়ক সম্পাদক ও সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফররুখ আহমদ মিন্টু মুন্সি, আবুল কালাম কালু মৃধাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আসছে আগামী ২৯ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে একটি মহল মিথ্যা ও অপপ্রচার করে দলের মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা করছে। 


এরই অংশ হিসেবে গত ৫ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সে সভায় স্থানীয় সাংসদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খানের সামনে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এরপরে আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা চালায় একটি কু-চক্রী মহল। ঘটনার পরিপ্রেক্ষিতে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়। কিন্তু হামলার ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে গত ১০ নভেম্বর গোপালগঞ্জে প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করে ওই মহলটি।