ডিমলায় জাল দলিল, সীল মোহরসহ জালিয়াতি চত্রুের ২ সদস্য আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৫ পূর্বাহ্ন, ১৩ই নভেম্বর ২০২২


ডিমলায় জাল দলিল, সীল মোহরসহ জালিয়াতি চত্রুের ২ সদস্য আটক
ডিমলায় জাল দলিল, সীল মোহরসহ জালিয়াতি চত্রুের ২ সদস্য আটক

নীলফামারীর ডিমলা উপজেলা সদর ইউনিয়ন থেকে নকল দেশি বিদেশি স্ট্যাম্প বিক্রয় কারী চক্রের দু'জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ডিমলা থানার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে তাঁরা আটক হন।


আটকৃতরা হলেন, সরদার হাট গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে মাজেদুল ইসলাম এবং উত্তর তিতপাড়া গ্রামের রফিকুল ইসলাম ওরফে ভূট্টু।


ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, ডিমলা উপজেলাসহ অন্যান্য এলাকায় কিছু লোক বিভিন্ন অফিসের কর্মকর্তাদের নকল সিলমোহর ও ভারত-পাকিস্তানী আমলের স্ট্যাম্প বিক্রি করছে বলে সংবাদ পাওয়া যায়। পরে বিশেষ অভিযান চালিয়ে দু'জনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে দেশি ১৬৫ টি সিলমোহর এবং ভারত, পাকিস্তানের রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আটক দু'জনসহ এছাড়াও দলিল জালিয়াতির মামলা দুজন করে ৪ আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।