বিলবোর্ডে আমার নামটাও ভুল: কাদের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৩ পূর্বাহ্ন, ১৪ই নভেম্বর ২০২২


বিলবোর্ডে আমার নামটাও ভুল: কাদের
ছবি: সংগৃহীত

এয়ারপোর্টে নেমেই দেখি বিলবোর্ডে আমার নামটাও ভুল বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ কারণে তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নেতা-কর্মীদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। 


আজ রোববার (১৩ নভেম্বর) জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নেত্রী বলেছেন, সাশ্রয় করতে হবে। অত বিলাসবহুল সম্মেলন আমরা করবো না। জেলাতে এত বিলবোর্ড! হায় রে বিলবোর্ড! এয়ারপোর্টে নেমেই দেখি বিলবোর্ডে আমার নামটাও ভুল। সামনে দেখি এক রকম, শেখ হাসিনার ডিজিটাল। বিলবোর্ডে  দেখি আরেক রকম চেহারা। শেখ হাসিনার বিলবোর্ড সবাইকে নায়ক বানিয়ে ফেলছে। এত বিলবোর্ড আমি জীবনে আর দেখিনি। কেন এত পয়সা খরচ করেন! এ অপচয় করবেন না। গরিবকে সাহায্য করেন। মানুষকে খুশি করুন। 


বিএনপির কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনে আগে তাদের পতন হয়েছে। বাড়াবাড়ি করলে এবারও তাদের পতন হবে। আন্দোলনেও পতন হবে, নির্বাচনেও পতন হবে।’

জেবি/ আরএইচ/