‘ইমানের সঙ্গে মৃত্যু চেয়েছিলেন দুরন্ত বিপ্লব’


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১২:০০ পূর্বাহ্ন, ১৫ই নভেম্বর ২০২২


‘ইমানের সঙ্গে মৃত্যু চেয়েছিলেন দুরন্ত বিপ্লব’
ফাইল ছবি

বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষি খামারি দুরন্ত বিপ্লব ইমানের সঙ্গে মৃত্যু কামনা করে প্রার্থনা করতেন। তিনি পবিত্র কোরআন শরিফের সুরা ‘মুহাম্মদ’র কয়েকটি আয়াতের সরল বাংলা অনুবাদও করেছিলেন।


তার ফেসবুক স্ট্যাটাস থেকে এসব তথ্য জানা গেছে। গত ১৮ মার্চ তিনি ইমানের সঙ্গে মৃত্যু কামনা করে ফেসবুকে একটি পোস্ট দেন। তাতে তিনি লিখেন, হে আল্লাহ, আপনার নিকট তিনটি অনুগ্রহ চাই!


১. শারীরিক সুস্থতা


২. ঋণমুক্ত জীবন এবং


৩. ঈমানের সঙ্গে মৃত্যু


নিশ্চয়ই আপনি অসীম দয়ালু পরম করুণাময়।


এ ছাড়া তিনি পবিত্র কোরআন শরিফের একটি সূরা ‘মুহাম্মদ’ এর কয়েকটি আয়াতের সরল বাংলা অনুবাদও করেছিলেন। যা তার ফেসবুক স্ট্যাটাস থেকে জানা গেছে। গত ৫ নভেম্বর তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আল্লাহতায়ালার অশেষ রহমতে পবিত্র কোরআন শরিফের ৪৭তম সূরা ‘মুহাম্মদ’র ১১ থেকে ২০ আয়াত পর্যন্ত ‘সরল বাংলা’ সম্পন্ন করলাম। আল্লাহ কবুল করুন।


এক সপ্তাহ নিখোঁজ থাকার পর রোববার (১৩ নভেম্বর) বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্বার করা হয়।


নিহত দুরন্ত বিপ্লব নেত্রকোণা জেলার পূর্বধলার ছোট ইলাশপুরের প্রয়াত আবদুল মান্নানের ছেলে।


তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির কৃষি ও সমবায়বিষয়ক সদস্য। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তার বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার ইলাশপুর গ্রামে। তিনি কেরানীগঞ্জে ভাড়া থাকতেন।

জেবি/ আরএইচ/