সাংবাদিকের ওপর হামলা গ্রেফতার ২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৫ পূর্বাহ্ন, ১৫ই নভেম্বর ২০২২


সাংবাদিকের ওপর হামলা গ্রেফতার ২
ছবি: জনবাণী

ঢাকার ধামরাইয়ে সাংবাদিক মাসুম রানার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (১৪ নভেম্বর) উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরআগে, গত শনিবার ধামরাইয়ে মৎস্য খামার নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা। এ সময় গাড়ি ভাঙচুর করে গাড়ির ভেতরে থাকা নগদ ১ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি ক্যামেরা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। 


উপজেলার কুশুরা ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।


গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুশুরা ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার ফারুক ও মজিবর। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিউটন মৃধা বলেন- ভুক্তভোগী সাংবাদিক মাসুম রানার অভিযোগ দায়েরের পর অভিযান শুরু করা হয়। এরপর ধামরাই উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। প্রধান হামলাকারী সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/ আরএইচ/