সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৩০ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২২

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণ সমাবেশের অনুমতির জন্য ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে বিএনপি নেতারা ডিএমপি কার্যালয়ে গিয়েছেন।
আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে বিএনপির নেতারা প্রবেশ করেন।
জানা গেছে, ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করতে বিএনপির পক্ষ থেকে ডিএমপি কার্যালয়ে প্রবেশ করেছেন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।