মাহফিলের খিচুড়ি খেয়ে একজনের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১৮ এএম, ১৭ই নভেম্বর ২০২২


মাহফিলের খিচুড়ি খেয়ে একজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ওয়াজ মাহ‌ফি‌লের খিচু‌ড়ি খে‌য়ে টাঙ্গাইলের দেলদুয়ারে শতাধিক নারী ও পুরুষ ডায়‌রিয়ায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। এ‌ ঘটনায় ৮০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।


গতকাল মঙ্গলবার (১৫ ন‌ভেম্বর) রা‌তে তিনি মারা যান।


স্থানীয়রা জানান, রোববার স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে তবারক হিসেবে খিচুড়ি দেওয়া হয়। যারা খিচুড়ি খেয়েছেন তাদের অধিকাংশই ডায়রিয়ায় আক্রান্ত হয়। এর মধ্যে এক বৃদ্ধা নারীর মৃত্যু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল গজিয়াবাড়ি এলাকায় আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দিচ্ছেন। 


এদিকে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আশরাফুল আলম জানান, আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতরদের হাসপাতালে পাঠানো হচ্ছে। এদের মধ্যে একজন মারা গেছে বলে জানতে পেরেছি।

জেবি/ আরএইচ/