চালকদের দ্বন্দ্বে অ্যাম্বুলেন্সে থাকা শিশুর মৃত্যু, আটক ২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আশুলিয়ায় মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুই চালকের দ্বন্দ্বে অ্যাম্বুলেন্সে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে। দু’জনকে আটক করলেও এখনো চালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ক্যান্সার আক্রান্ত মেয়েটির মৃত্যুর পর ময়নাতদন্তের উদ্যোগ নেয়া হয়েছে। যদিও পরিবার শিশুটির ময়নাতদন্তে আপত্তি জানিয়েছে।
ঢাকা থেকে ক্যানসারে আক্রান্ত শিশু আফসানাকে নিয়ে অ্যাম্বুলেন্সে গাইবান্ধায় ফিরছিল তার পরিবারের সদস্যরা। পথে আশুলিয়ার বাইপাইলে ওভারটেকিং কেন্দ্র করে অ্যাম্বুলেন্সের চালকের সাথে একটি মাইক্রোবাসের চালকের ঝগড়া বাধে। একপর্যায়ে অ্যাম্বুলেন্সের চাবি ছিনিয়ে নেয় মাইক্রো চালক।
পরিবারের অভিযোগ, দীর্ঘসময় আটকে রাখায় অ্যাম্বুলেন্সে থাকা শিশু আফসানার মৃত্যু হয়। দুই চালকের ঝগড়ায় প্রাণ গেলেও দূরারোগ্য রোগে মারা যাওয়া ছোট্ট শিশুটির ময়নাতদনন্ত চায় না পরিবার।
ব্যস্ত মহাসড়কে হাজারো মানুষের চলাচল থাকলেও ঘটনার আকস্মিকতায় এগিয়ে যায়নি কেউ। ৯ বছরের শিশুর এমন করুণ মৃত্যুর পর ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা।
এ ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ মাইক্রোবাসের চালক হানিফসহ ২ জনকে গ্রেফতার করেছে। জব্দ করা হয়েছে মাক্রোবাসটি।
এসএ/