মশা নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেয়া হবে জানতে চাইল হাইকোর্ট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১৩ পূর্বাহ্ন, ২১শে নভেম্বর ২০২২


মশা নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেয়া হবে জানতে চাইল হাইকোর্ট
ফাইল ছবি

বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল এভিয়েশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের পদক্ষেপ সম্পর্কে জানাতে বলেছেন হাইকোর্ট।


এ-সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে আজ রোববার (২০ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে এবিষয়ে নেয়া পদক্ষেপ সম্পর্কে হাইকোর্টে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।


আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রিমি নাহরীণ। সিভিল এভিয়েশনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইফুর রশিদ।

জেবি/ আরএ্চ