‘সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ গুলি চালায়’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৬ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫

জুলাই আন্দোলনের সময় সিলেটে সাংবাদিকদের লক্ষ্য করে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ করেছেন স্থানীয় দৈনিক একাত্তরের কথা-এর ফটোসাংবাদিক মো. মোহিদ হোসেন। তার দাবি, তিনি হাত উঁচিয়ে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরও পুলিশ গুলি ছোড়ে। সেই গুলিতে নিহত হন সাংবাদিক এ টি এম তুরাব।
সোমবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দেওয়া জবানবন্দিতে তিনি এ ঘটনা বর্ণনা করেন। জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় মোহিদ হোসেন ৩০তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন ঘিরে চেম্বার জজ আদালতের রায় নিয়ে যে প্রতিক্রিয়া শিশির মনিরের
তিনি জানান, ১৯ জুলাই বিএনপির ডাকা গায়েবানা জানাজার কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কালেক্টরেট জামে মসজিদে নামাজ শেষে জানাজা হয়। এর পর একটি শান্তিপূর্ণ মিছিল বের হলে পুলিশ পেছন থেকে গুলি চালায়। এসময় তিনি ও সহকর্মী ফটোসাংবাদিক তুরাব দায়িত্ব পালন করছিলেন।
মোহিদ হোসেন বলেন, পুলিশের গুলিতে তুরাব গুরুতর আহত হলে তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসায় বাধা সৃষ্টি হওয়ায় পরে তাকে ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
আরও পড়ুন: সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
তিনি আরও অভিযোগ করেন, পুলিশের সাবেক এডিসি গোলাম সাদেক দস্তগীর, সাবেক এসি মিজানুর রহমান ও সাবেক ওসি মহিউদ্দিনসহ কয়েকজন ওই সময় গুলি চালান।
এএস