দুদকের বাছিরের জামিন স্থগিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫১ এএম, ২৩শে নভেম্বর ২০২২

দুদকের বরখাস্ত কর্মকর্তা দণ্ডপ্রাপ্ত খন্দকার এনামুল বাছিরের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।
এর আগে গত ১৭ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে বরখাস্ত হওয়া ঘুষ কেলেঙ্কারির মামলায় বিচারিক আদালতে দণ্ডপ্রাপ্ত খন্দকার এনামুল বাছিরকে জামিন দেন হাইকোর্ট।