সৌদির দুই সমর্থককে কোপাল আর্জেন্টিনার সমর্থকরা
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১০:৫৬ এএম, ২৩শে নভেম্বর ২০২২

কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। খেলা শেষে বাগবিতণ্ডার জেরে সৌদির দুই সমর্থককে কুপিয়ে জখম করেছেন আর্জেন্টিনা সমর্থকরা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় সাভার পৌরসভায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আলামিনের বয়স ১৮ এবং মেহেদী হাসানের বয়স আনুমানিক ১৬ বছর।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারবিন জসিম বলেন, দুই কিশোরের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এর মধ্যে আল-আমিনের শরীরে প্রায় ৮-৯ জায়গায় গভীর ক্ষত হয়েছে।