‘ব্যাংক চেক ডিজঅনার মামলা করতে পারবে না’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:২০ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২২
এখন থেকে কোনো ব্যাংক ঋণ আদায়ের জন্য চেক ডিজঅনার মামলা করতে পারবে না বলে রায় দিয়েছি হাইকোর্ট। আদালত আরও জানিয়েছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য শুধু ২০০৩ সালের অর্থঋণ আইনের বর্ণিত উপায়ে অর্থঋণ আদালতে মামলা করতে পারবে।
আজ বুধবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন বলে জানা গেছে।
রায়ে আদালত বলেছেন, ব্যাংক ঋণের বিপরীতে যে চেক নিচ্ছে সেটা জামানত। জামানত হিসেবে রাখা সেই চেক দিয়ে চেক ডিজঅনার মামলা করা যাবে না।
আদালত বলেন, আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ একটি চুক্তির মাধ্যমে নেওয়া হয়ে থাকে। ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা এজেন্ডা বাস্তবায়নে চেকের অপব্যবহার করে মামলা করে থাকে।
এদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি হাইকোর্টের রায়ের আলোকে নির্দেশনা জারি করতে বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের নির্দেশ দিয়েছেন আদালত।
জেবি/ আরএইচ