আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ও ড. ইউনূস ‘জাতীয় সংস্কারক ঘোষণা করতে হাইকোর্টের রুল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫


আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ও ড. ইউনূস ‘জাতীয় সংস্কারক ঘোষণা করতে হাইকোর্টের রুল
ফাইল ছবি।

জুলাই আন্দোলনের শহিদদের ‘জাতীয় বীর’ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা না করার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।


সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের একক বেঞ্চ এ রুল জারি করেন। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এই আদেশ দেন।


রুলে আদালত জানতে চেয়েছেন, আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরামসহ জুলাই আন্দোলনের শহিদদের ‘জাতীয় বীর’ ঘোষণা করা হবে না কেন? ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণা করা হবে না কেন?


এ বিষয়ে জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য সচিব এবং অর্থ সচিবকে চার সপ্তাহের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।


রিট আবেদনকারীরা বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও জুলাই আন্দোলনের শহিদদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। একইভাবে ড. ইউনূসের আর্থসামাজিক সংস্কার এবং ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বহু দেশে অনুসরণযোগ্য দৃষ্টান্ত হলেও, দেশের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় সংস্কারক’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।


রিটে এসব বিবেচনায় নিয়ে তাদের যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।


আরএক্স/