ধামরাইয়ে অজ্ঞাত বাস চাপায় প্রাণ গেল ব্রাককর্মীর


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:০৫ এএম, ৩০শে নভেম্বর ২০২২


ধামরাইয়ে অজ্ঞাত বাস চাপায় প্রাণ গেল ব্রাককর্মীর
প্রতীকী ছবি

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাস স্ট্যান্ডে অজ্ঞাত বাস চাপায় জানে আলম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।


সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সোমভাগ ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত জানে আলম ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মকবুলের ছেলে। সে ধামরাইয়ে ব্র্যাকের মাঠকর্মী হিসেবে কর্মরত ছিল।


পুলিশ জানায়, সন্ধ্যায় ধামরাইয়ে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঢাকাগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাসুদ খান বলেন, সন্ধায় সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়। তবে এ ঘটনায় ঘাতক পরিবহন পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরএক্স/