‘দুই মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধ হবে’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৮ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২২


‘দুই মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধ হবে’
ছবি: সংগৃহীত

বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, আগামী দুই মাসের মধ্যে রাজধানী ঢাকায় যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। 


আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদেরকে এসব তথ্য জানান তিনি।


প‌রি‌বেশমন্ত্রী ব‌লেন, আমরা প্রতিটি বিভাগে সভা করছি। ঢাকায় শব্দ দূষণের সঙ্গে যারা সংশ্লিষ্ট যেমন-ড্রাইভার অ্যাসোসিয়েশন, তাদের নিয়ে আমরা সভা করেছি। আমরা শিক্ষার্থীদের নিয়েও আলোচনা করছি, মোবাইল কোর্টও আমরা করে যাচ্ছি।


তিনি আরও বলেন, আজকের সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, অন্তত ঢাকা শহরে আগামী দুই মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন সবার আগে বন্ধ করতে হবে। হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ, সেটা কোনোক্রমেই ব্যবহার করা ঠিক নয়। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী জানুয়ারির মধ্যে হাইড্রোলিক হর্ন পুরোপুরি বন্ধ করা হবে। আমরা আশা করি আপনাদের (গণমাধ্যমকর্মী) সহযোগিতায় এটা বন্ধ করতে সক্ষম হব।

জেবি/ আরএইচ/