নির্বাচনের সময় ঠিক করবে সরকার ও রাজনৈতিক দল: গোয়েন লুইস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৫
ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে, সেটা সরকার ও রাজনৈতিক দল বসে ঠিক করবে। আমরা সময়সীমা নিয়ে কথা বলতে চাই না।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশিদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার
গোয়েন লুইস বলেন, আমরা নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলতে চাই না। নির্বাচন কখন হবে, সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে। আমরা নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরিসহ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী আছে জাতিসংঘ। আজ আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছি। কমিশনের চাহিদা অনুযায়ী আমরা সর্বাত্মক সহযোগিতা দেব।
আরও পড়ুন: চিন্ময় ইস্যুতে চট্টগ্রাম আদালতে হামলা, ৬৫ আইনজীবীর জামিন
গোয়েন লুইস বলেন, নির্বাচনে সহায়তার জন্য প্রতিনিধিদল আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম যাবে। সেখানে নির্বাচনী বিভিন্ন অংশীজন যেমন- রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দল ফিরে এসে প্রতিবেদন জমা দেবে।
এমএল/