স্বপ্নবাজ মেয়র আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০৭ এএম, ১লা ডিসেম্বর ২০২২

ঢাকা উত্তর সিটির প্রথম মেয়র আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।
২০১৭ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে মারা যান তিনি।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন এতিমখানায় এতিমের জন্য খাবারের আয়োজন করা হয়েছে।
বিকালে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানাবেন আনিসুল হকের স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীরা।