আয়াত হত্যা: ফের ৭ দিনের রিমান্ডে আবির
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২১ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২২
চট্টগ্রামের শিশু আয়াত হত্যা মামলায় গ্রেফতার প্রধান আসামি আবিরকে আরও ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে দুই দিনের রিমান্ড শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হালিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। পরে শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।