খালেদা সমাবেশে যোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:০১ এএম, ১লা ডিসেম্বর ২০২২

আগামী ১০ ডিসেম্বর যদি বিএনপির গণসমাবেশে বেগম খালেদা জিয়া যোগ দেন তাহলে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সমাবেশের নামে পরিবেশ অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার (৩০ নভেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলন তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে অনুমতি দিয়েছে। আমরা বিএনপির দাবি পর্যালোচনা করেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অনুমতি দিয়েছে। আমরা আশা করি তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে।
যদি সমাবেশে খালেদা জিয়া যোগদান করেন, তার জামিন বাতিল হবে কি না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আদালত ব্যবস্থা নেবেন। এ বিষয়ে আমাদের বলার বা করার কিছু নেই।