‘বাংলাদেশ ভারতের খুব ভালো বন্ধু’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৭ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২২


‘বাংলাদেশ ভারতের খুব ভালো বন্ধু’
ছবি: পিআইডি

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ভারতের ‘খুব ভালো বন্ধু’। সন্ত্রাস দমনে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে। 


আজ বুধবার (৩০ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর জন্য একটি নীতি থাকায় বাংলাদেশ সব সময় ভারতের কাছ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। কারণ দু’দেশের সম্পর্ক খুব ভালো।


সাক্ষাৎকালে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কখনোই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি। সন্ত্রাসের কোনো ধর্ম ও সীমানা বাংলাদেশে নেই।


তিনি বলেন, আওয়ামী লীগ কখনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না। বাংলাদেশের মাটিকে কখনোই এই উদ্দেশে ব্যবহার করতে দেয় না। আর দিবে না।

জেবি/ আরএইচ/