আইজিপির সঙ্গে বৈঠকে বসছে বিএনপি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩৩ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২২
আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে আগামী ৬ ডিসেম্বর বৈঠকে বসছে বিএনপি।
জানা গেছে, আগামী মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ সদরদপ্তরে বিএনপির একটি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (৩০ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিএনপির প্রতিনিধি দলে ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু , যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল উপস্থিত থাকবেন।
জেবি/ আরএইচ/