ডিসেম্বরকে বীর মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১৯ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২২


ডিসেম্বরকে বীর মুক্তিযোদ্ধা মাস ঘোষণার দাবি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসকে বীর মুক্তিযোদ্ধার মাস হিসেবে ঘোষণা দেওয়ার জোর দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাামাল। 


আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বীর মুক্তিযোদ্ধা সমাবেশে এমন দাবি করেন তিনি।


অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি ছিল বিজয়ের মাস ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণা করার। আমি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর প্রতি দাবি জানাবো, ডিসেম্বর মাসকে মুক্তিযোদ্ধা মাস হিসেবে যেনো ঘোষণা করা হয়।


তিনি বলেন, আমরা একটা সময় দেখতাম রাজাকার প্রধানের গাড়িতে জাতীয় পতাকা উড়ছে। এটা দেখে আমাদের মাথা নিচু হয়ে যেতো। 


মন্ত্রী বলেন, এ দেশ বীর মুক্তিযোদ্ধার। যতদিন দেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন। আর কেউ যেনো আমাদের ইতিহাস বিকৃতি করতে না পারে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় তিনি জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়েছেন। 

জেবি/ আরএইচ/