নুহা-নুবার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩৪ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২২


নুহা-নুবার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জোড়া লাগানো শিশু নুহা ও নুবার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। বিষয়টি জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দির আহমেদ।


আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে তিনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  


দেশে প্রথমবারের মতো মেরুদণ্ড জোড়া লাগা দুই শিশুকে আলাদা করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। 


জোড়া লাগা দুই শিশু নুহা ও নাবা। তাদের বয়স সাত মাস ১৩ দিন। দৃষ্টিশক্তি, শ্রবণশক্তিসহ অন্যান্য সবকিছু ঠিক থাকলেও দুই বোনের মেরুদণ্ডের নিচের অংশ জোড়ালাগা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে কনজয়েন্ড টুইন বলে। এ যমজ শিশু বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।

জেবি/ আরএইচ/