‘বিদ্যুতের দামের বিষয়ে সিদ্ধান্ত আপাতত না’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:১৩ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২২


‘বিদ্যুতের দামের বিষয়ে সিদ্ধান্ত আপাতত না’
ছবি: সংগৃহীত

গ্রাহক পর্যায়ে আপাতত বিদ্যুতের দাম বাড়ছে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, যাচাই-বাছাই করে বিদ্যুতের দামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীতে ডিপিডিসি’র বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদেরকে এসব কথা বলেন।


তিনি জানান, জ্বালানি সরবরাহ বাড়াতে ব্রুনাই, কাতার, সৌদি আরবসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। খুব শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


নসরুল হামিদ বলেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রভাব গ্রাহক পর্যায়ে কতটা পড়বে তা যাচাই-বাছাই করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সিদ্ধান্ত নেবে। কিন্তু আপাতত বিদ্যুতের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেন তিনি।

জেবি/ আরএইচ