গাইবান্ধা-৫ উপনির্বাচন
প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছি: সিইসি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৮ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২২
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ১২৫ কেন্দ্রের কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ পেয়েছি। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদেরকে এসব তথ্য জানান।
তিনি বলেন, এক মাসের মধ্যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে (ইসি) জানাবে তাদের নিয়োগকারী সংস্থাগুলো।
সিইসি বলেন, ইতমধ্যে আমরা ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি। এছাড়া আমরা অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কাছে চিঠি দিব।
তিনি আরও বলেন, রিটার্নিং অফিসার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
জেবি/ আরএইচ/