১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে পুলিশের ‘বিশেষ অভিযান’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৮ পূর্বাহ্ন, ২রা ডিসেম্বর ২০২২


১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে পুলিশের  ‘বিশেষ অভিযান’
ছবি: সংগৃহীত

আসন্ন বিজয় দিবস, বড়দিন ও থার্টিফাস্ট নাইট উপলক্ষে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। আজ (১ ডিসেম্বর) থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ।


পুলিশ সদর দপ্তর ইতমধ্যে সব ইউনিট প্রধান ও পুলিশ সুপারদের এ বিষয়ে সার্বিক নির্দেশনা দিয়েছে।


এর আগে, গত ২৯ নভেম্বর পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক আদেশ অনুসারে, দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের এ অভিযান চালাতে বলা হয়েছে।


আদেশ অনুযায়ী আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীরা লুকিয়ে থাকতে পারে এমন স্থানে ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান করবে পুলিশ। এছাড়া অন্যান্য স্থানেও অভিযান পরিচালনা করবে পুলিশ।

জেবি/ আরএইচ/