একাধিক ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৭:৫৬ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২২
টেক জায়ান্ট মেটার অঙ্গ প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ এবার একাধিক নতুন ফিচার নিয়ে এসেছে। এর ফলে আইওএস ব্যবহারকারীরা এখন ক্যাপশনসহ মিডিয়া ফাইল ফরোয়ার্ড করতে পারবেন। এছাড়া একই সঙ্গে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিজেরাই নিজেদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন। চলুন, নতুন এই ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-
সম্প্রতি হোয়াটসঅ্যাপে জানিয়েছে, এখন আইওএস ব্যবহারকারীরা একটি ক্যাপশন দিয়ে যেকোনো ছবি বা ভিডিও ফরোয়ার্ড করতে সক্ষম হবেন। নতুন ফিচারটির সহায়তায় ব্যবহারকারীরা যখনই কাউকে কোনো মিডিয়া ফরোয়ার্ড করতে চাইবেন, তখন স্ক্রিনের নীচে একটি ক্যাপশন বক্স আসবে। সেখানে পছন্দ অনুযায়ী ক্যাপশন লিখতে পারবেন ব্যবহারকারীরা।
তবে ব্যবহারকারীরা যদি কিছু লিখতে না চান, তাহলে তারা এই বক্সটিকে ডিসমিসও করতে পারবেন। এই নতুন ফিচারটি আইওএস ২২.২৩.৭৭ ভার্সনের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এছাড়া ‘মেসেজ টু ইউরসেলফ’ ফিচারের মাধ্যমে নিজের অ্যাকাউন্টে নিজেই মেসেজ পাঠাতে পারবেন। ফলে নোটপ্যাড জাতীয় অন্য কোনো অ্যাপের পরিবর্তে হোয়াটসঅ্যাপেই প্রয়োজনীয় কিছু জিনিস মেসেজ আকারে লিখে রাখা যাবে, এবং পরবর্তীকালে সেগুলোকে খুঁজে পাওয়াটাও সহজ হয়ে যাবে।