গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু : শিক্ষকের বিরুদ্ধে মামলা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:১০ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২২


গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু : শিক্ষকের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

ঢাবির সাবেক শিক্ষকের গাড়ি চাপায় রুবিনা আক্তার নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পরিবার বাদী হয়ে সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 


আজ শনিবার (৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ। 


তিনি বলেন, পথচারী নারীর মৃত্যুর ঘটনায় তার পরিবার একটি মামলা দায়ের করেছেন। মামলায় ঢাবির সাবেক শিক্ষক আজহার জাফর শাহকে আসামি করা হয়েছে।


এর আগে, গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে ঢাবি এলাকায় রুবিনাকে প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে তিনি গাড়ির নিচেই আটকে পড়েন।


পরে নীলক্ষেত মোড়ে গাড়ি আটকা পড়লে চালককে গণপিটুনি দেয় উপস্থিত জনতা। এতে গুরুতর আহত হন চালক। 

জেবি/ আরএইচ/