‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের জন্য আশীর্বাদ’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্যাসের দামবৃদ্ধি বাংলাদেশের জন্য আশীর্বাদ। সেই কারণে এখন গভীর সমুদ্রে খননের অফার আসছে।
আজ শনিবার (৩ ডিসেম্বর) এফইআরবি আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, এখন আমাদের কাছে ডিপ সিতে (গভীর সমুদ্রে) এক্সেপ্লোরেশনের (খনন) জন্য অফার আসছে। আগে কোনো পার্টিই পাওয়া যায়নি। বদরূল ইমাম সাহেব ডেইলি স্টারে একটা মতামতে বলতেছেন যে, কেন আমরা ডিপ সিতে এক্সপ্লোরেশনে গেলাম না তখন। কোনো পার্টিই তো ছিল না তখন। আমরা টেন্ডার দিয়েছি, কেউ আসেইনি।... কারণ সেসময়ে গ্যাসের দাম অনেক কম ছিল।'
নসরুল হামিদ আরও বলেন, 'আমি কাউকে দোষ দেই না। যারা থিওরি নিয়ে কাজ করেন, তারা এ বিষয়টি বাইরে গিয়ে চিন্তা করেন না যে, কেন আসে না। কারণ খনন কোম্পানি ব্যবসাও করতে চাচ্ছে।
জেবি/ আরএইচ/