টুইটারে ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলার কার্যক্রম শুরু


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০২:৪৭ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২


টুইটারে ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলার কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

শীর্ষ ধনী ইলন মাস্কের টুইটারে এবার  ভুয়া অ্যাকাউন্ট মুছে ফেলা শুরু হয়েছে। ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্ট মুছে ফেলার কারণে টুইটারের অন্য ব্যবহারকারীদের অনুসারীর সংখ্যা কমে যেতে পারে বলে সবাইকে সতর্ক করেছেন ইলন মাস্ক।


এক টুইট বার্তায় তিনি জানান, টুইটার বর্তমানে প্রচুর স্প্যাম বা স্ক্যাম অ্যাকাউন্ট মুছে ফেলছে। তাই ব্যবহারকারীদের অনুসরণকারীর সংখ্যা কমে যেতে পারে।


 এছাড়া বড় আকারের লেখা পোস্টের সুযোগ চালুর ইঙ্গিত দিয়েছেন ইলন মাস্ক। ফলে ভবিষ্যতে ২৮০ অক্ষরের পরিবর্তে এক হাজার অক্ষরের বার্তা পাঠানোর সুযোগ মিলতে পারে টুইটারে। সরাসরি বা ডিরেক্ট মেসেজে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালুর জন্য কাজ করছে খুদে ব্লগ লেখার সাইটটি। এ সুবিধা চালু হলে প্রেরকের পাঠানো টুইটে বিশেষ সংকেত (কোড) যুক্ত করে প্রাপকের কাছে পাঠানো হবে।