রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৫ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২


রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।


জানা গেছে, রাজশাহী বিভাগে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছিলো।


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো। 


তিনি জানান, আমাদের দাবির বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। কিছুক্ষনের ভেতরেই গাড়ি চলাচল শুরু হবে।


এর আগে, ১০ দফা দাবিতে গত ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট শুরু হয়। 

জেবি/ আরএইচ/