দেশে ডলারের ঘাটতি আছে: পরিকল্পনামন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৪ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২


দেশে ডলারের ঘাটতি আছে: পরিকল্পনামন্ত্রী
ছবি: জনবাণী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে ডলারের কোন সংকট নেই কিন্তু ঘাটতি আছে। আর এই ঘাটতি খুব শীঘ্রই কেটে যাচ্ছে।


আজ শনিবার (৩ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।


তিনি বলেন, বাংলাদেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আশা করি ডিসেম্বর মাসে আরো কমবে। সার্বিকভাবে দেশের মূল্যস্ফীতি ভালো আছে। তবে টাকা থাকলেই অপচয় করা যাবে না। আগামী বছরের মার্চ-এপ্রিলে দেশে ডলারের ঘাটতি আর থাকবে না।


তিনি বলেন, এক সময় বাংলাদেশে বিদ্যুৎ ছিলো না, খাদ্যের অভাব ছিলো। চারদিকে ছিল মারামারি আর রাহাজানি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন।

জেবি/ আরএইচ/