ঢাকাকে সচল রাখতে হবে পুলিশের: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:০১ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২
১০ ডিসেম্বর ঢাকাকে সচল রাখার দায়িত্ব পুলিশের। আমি পুলিশ কমিশনারের কাছে থেকে অনুরোধ করে বলছি ঢাকাকে সচল রাখতে যা করতে হবে তা আপনারা করবেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শনিবার (৩ ডিসেম্বর) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর ঢাকা শহর অচল করে সরকার পতনের হুমকি দিয়েছে বিএনপি। এখন দুই কোটি মানুষের বাসযোগ্য ঢাকাকে সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারের।
তিনি বলেন, আওয়ামী লীগ কখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যায়নি। যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, তারাই নানা ষড়যন্ত্র করে। কিন্তু আওয়ামী লীগ ষড়যন্ত্র করে ক্ষমতায় থাকেনি। আ.লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে।
/জেবি/আরএইচ/