ঢাবিতে গাড়ী চাপা দেওয়া মামলায় সেই শিক্ষক গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:০৯ পূর্বাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২
ঢাবিতে প্রাইভেটকারের চাপায় পিষ্ট হয়ে রুবিনা আক্তার (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় চাকরিচ্যুত শিক্ষক আজহার জাফর শাহকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আজহার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে রুবিনার ভাই জাকির হোসেন বাদী হয়ে গতকাল শুক্রবার শাহবাগ থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।
শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, আসামি জাফর শাহ আমাদের হেফাজতে ছিলেন। এখন তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ ঘটনায় নিহত রুবিনা আক্তারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রুবিনার বোন সুলতানা লিপি বলেন, এ হত্যার সুষ্ঠু বিচার চাই। আমার বোনের মতো শত শত মানুষ এভাবে রাস্তায় মারা যাচ্ছেন, বিচার হচ্ছে না। সরকারের কাছে একটাই দাবি, সরকার যেন এসব হত্যার বিচার করে।
/জেবি/আরএইচ/