চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৪১ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২


চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ছবি: পিআইডি

আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে চট্টগ্রাম এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আজ রোববার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টার যোগে চট্টগ্রামে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সকাল ১০টা ৩৬ মিনিটে প্রধানমন্ত্রী চট্টগ্রামের ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান। সেখানে তিনি ‘৮৩তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স’-এর কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজে’ যোগ দেন।


এদিকে বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে আওয়ামী লীগ জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।


জনসভায় শেষে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।

জেবি/ আরএইচ/