মায়ের মৃত্যুতে বাকরুদ্ধ রুবিনার ছেলে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২২


মায়ের মৃত্যুতে বাকরুদ্ধ রুবিনার ছেলে
মা রুবিনার আক্তারের সঙ্গে ছেলে রোহান। ফাইল ছবি

মাত্র ১৬ মাস আগে বাবাকে হারিয়েছিলো রোহান। তার ঠিক ১৬ মাসের মাথায় মায়েরও হলো মর্মান্তিক মৃত্যু। এদিকে মায়ের মৃত্যুতে বাকরুদ্ধ রুবিনার (১২) বছরের ছেলে আরাফাত রহমান (রোহান)। মাকে হারিয়ে শুরু কেঁদেই যাচ্ছে রোহান। 


গতকাল শনিবার সন্ধ্যায় আজিমপুর কবরস্থানে রুবিনার দাফনের পর এ কথা বলে ডুকরে কেঁদে ওঠেন রুবিনার ছোট বোন সুলতানা লিপি।


তিনি বলেন, ‘করোনায় রোহানের বাবা মারা যান ১৬ মাস আগে। এরপর মা-ই ছিল তার একমাত্র আশ্রয়স্থল। অষ্টম শ্রেণিতে পড়ে। ছেলেটার আর কেউ রইল না। ভাগিনা আমার একা হয়ে গেল।’


রোহানের মামা জাকির হোসেন বলেন, ‘কাল থেকে ভাগিনার কান্না থামছে না। কী বলে সান্ত্বনা যে দেব। ছেলেটা বাবা হারাল, মাও হারাল। এতিম হয়ে গেল। আর এত নিষ্ঠুর মৃত্যু হলো বোনের।’ তবে ভাগিনা তার সন্তান হয়ে থাকবে জানিয়ে জাকির হোসেন বলেন, ‘রোহান আমার নিজেরই সন্তান। সে আমার সন্তান হিসেবে থাকবে।’


রুবিনার বোন সুলতানা লিপি বলেন, স্বামীর মৃত্যুর পর রুবিনা একেবারে ভেঙে পড়েছিলেন। সেও যে চলে যাবেন, এটা কখনো ভাবতে পারিনি।