মাইক্রোসফট টিমসে চালু হলো স্মার্টফোনে লাইভ সুবিধা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১২:০০ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২


মাইক্রোসফট টিমসে চালু  হলো স্মার্টফোনে লাইভ সুবিধা
ফাইল ছবি

করোনা মহামারীর সময়ে  ভিডিও  ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম, গুগল মিট ও মাইক্রোসফট টিমস সবচেয়ে বেশি  গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।  দাপ্তরিক সভা ছাড়াও আনুষ্ঠানিক কিংবা বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য মাইক্রোসফট টিমস জনপ্রিয় এক অ্যাপ।


এটি অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েবে মাইক্রোসফট টিমস ব্যবহার করা গেলেও শুধু  লাইভ ট্রান্সক্রিপশন সুবিধা ওয়েবে গত বছর চালু হয়। এবার  সর্বশেষ হালনাগাদে স্মার্টফোনের জন্যও সুবিধাটি চালু করেছে মাইক্রোসফট টিমস। দেখে নেওয়া যাক, অ্যান্ড্রয়েডে কীভাবে এটি কাজ করে।


মিটিং চলাকালীন সময়ে ব্যবহারকারী লাইভ ট্রান্সক্রিপশন ফিচারটি সচল বা নিষ্ক্রিয় করতে পারবেন। এ জন্য সভা চলার সময় ‘মোর অ্যাকশনস’ নির্বাচন করতে হবে। ব্যক্তিগত বা দলগত ভিডিও কলেও এটি ব্যবহার করা যাবে।


একবার সচল হলে ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী সময়েও চালু থাকবে। সভার বক্তার লেভেলের ওপর লাইভ ট্রান্সক্রিপ্ট দেখা যাবে। মিটিং শেষে ‘ফাইলস’ বিভাগ থেকে পুরো কথোপকথন দেখতে পাবেন ব্যবহারকারী।