সরকার বর্তমানে অর্থনৈতিক চাপে আছে : পরিকল্পনামন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:২৪ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২


সরকার বর্তমানে অর্থনৈতিক চাপে আছে : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি- ছবি: সংগৃহীত

সরকার বর্তমানে অর্থনৈতিক চাপে আছে বলে মন্তব্য করেছেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। 


তিনি বলেন, এই চাপ ধীরে ধীরে কমে আসছে। একটি মহল চাইছে যেন চাপ না কমে। এজন্য তারা বিভিন্নভাবে গুজব রটাচ্ছে। কিন্তু তাদের এই চিন্তা কখন বাস্তবায়ন হবে না। 


আজ রোববার (৪ ডিসেম্বর) সুনামগঞ্জে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পরিকল্পনামন্ত্রী বলেন, নতুন বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে। দেশের মানুষের ভোগ্যপণ্য যখন যা লাগবে বিদেশ থেকে আমদানি করা হবে।


তিনি বলেন, প্রধানমন্ত্রীকে হঠানোর ক্ষমতা দেশের জনগণ ছাড়া আর কারো নেই। দেশকে এগিয়ে নেবার জন্য, দেশের মর্যাদা বাড়ানোর জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। তাই আসুন আমরা জাতীয় ঐক্য করি।

জেবি/ আরএইচ/