খালেদা জিয়া পল্টন যেতে পারবে না কেন?


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৫১ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২


খালেদা জিয়া পল্টন যেতে পারবে না কেন?
আলোচনা সভায় কথা বলেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী- ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সমাবেশ করতে চট্টগ্রাম যেতে পারে, তাহলে খালেদা জিয়া পল্টন যেতে পারবে না কেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।


তিনি বলেন, খালেদা জিয়াকে জামিন দিয়েছেন। এই শর্তে বাঁধা জামিন তো অর্থহীন। আমি কোথায় মিটিং করবো সেটা আমার ব্যাপার। কিন্তু আপনারা কেনও তাকে নিয়ে খেলছেন। আমি যতটুকু জানি খালেদা জিয়ার কোথায় যাওয়ায় বাঁধা নেই।


আজ রোববার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আপনি যাই করেন, দিনের ভোট আর রাতে করতে পারবেন না। ইভিএম দিয়ে প্রতারণা চলবে না। জনগণ এবার প্রতারণাকে মেনে নিবে না।


বিএনপিকে উদ্দেশ করে বলেন জাফরুল্লাহ বলেন, প্রতিহিংসার রাজনীতি করবেন না। নির্বাচনে জিতলেও প্রতিহিংসার রাজনীতি থেকে বিরত থাকবেন।

জেবি/ আরএইচ/