বিএনপির দুটি গুণ, ভোট চুরি আর মানুষ খুন: শেখ হাসিনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৩ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২


বিএনপির দুটি গুণ, ভোট চুরি আর মানুষ খুন: শেখ হাসিনা
ঐতিহাসিক পলোগ্রাউন্ডে শেখ হাসিনা- ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির দুটি গুণ আছে, ভোট চুরি আর মানুষ খুন। তারা জানে ইলেকশন হলে জনগণ ওই খুনিদের ভোট দেবে না। 


তিনি বলেন, বিএনপি ইলেকশন চায় না। চায় সরকার উৎখাত করে এমন কিছু আসুক যারা নাগর দোলায় করে বা পালকিতে করে ক্ষমতায় বসিয়ে দেবে। এটাই তারা আশা করে। কিন্তু তাদের আশায় বালি। জনগণ আওয়ামী লীগের পক্ষে।


আজ রোববার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে মহানগর উত্তর, দক্ষিণ ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।


চুরি করে ক্ষমতায় এসেছিল বলেই বিএনপি নির্বাচনে ভয় পায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি মানুষ খুন করে, মিথ্যা কথা বলে আর মানুষকে বিভ্রান্ত করে। এটাই হলো বিএনপির কাজ।’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এতিমের টাকা নিজের পকেটে ভরার কারণেই খালেদা জিয়া এখন সাজাপ্রাপ্ত। আর তারেক রহমান রাজনীতি করবে না মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। জিয়াউর রহমান মারা যাওয়ার পর ভাঙা স্যুটকেট আর ছেঁড়া গেঞ্জি ছাড়া নাকি তাদের কিছু ছিল না। কিন্তু ক্ষমতায় আসার পর তাদের ভাঙা স্যুটকেস তো আর জাদুর বাক্স হয়ে যায়নি?’


এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সভা শুরু হয়। সভার শুরুতে বক্তব্য দেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতারা।

জেবি/ আরএইচ/