রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

নভেম্বরে সড়কে ঝরল ৫৫৪ প্রাণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:০৬ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২২


নভেম্বরে সড়কে ঝরল ৫৫৪ প্রাণ
রোড সেফটি ফাউন্ডেশন- প্রতীকী ছবি

গত ১ মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫৫৪ জন প্রাণ হারিয়েছে। এদিকে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় সাড়ে সাতশ মানুষ।


আজ রোববার (৪ ডিসেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।


সংস্থাটি জানায়, নভেম্বর মাসে মোট ৪৬৩টি দুর্ঘটনায় ৫৫৪ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন। এর আগের অক্টোবর মাসে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৪৮২ জন নিহত হয়েছিলেন। 


প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসে মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল ৪১ দশমিক ৯০ শতাংশ (১৯৪টি)। এতে নিহত হয়েছেন ২২৯ জন। এসব দুর্ঘটনায় ১২৩ জন পথচারী নিহত হয়েছেন। যা মোট প্রাণহানির ২২ দশমিক ২০ শতাংশ। 


সংস্থাটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকভাবে উদ্যোগী হতে হবে।