লিংকডইনে বিশেষ সুবিধা চালু


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৫:৫৯ এএম, ৫ই ডিসেম্বর ২০২২


লিংকডইনে বিশেষ সুবিধা চালু
ফাইল ছবি

পেশাজীবীদের জনপ্রিয় সোশ্যাল সাইটে লিংকডইনে এবার  ‘ফোকাসড ইনবক্স’ নামে একটি সুবিধা চালু করেছে। এতে করে জমা থাকা গুরুত্বপূর্ণ বার্তাগুলো আলাদা ট্যাবে দেখা যাবে।


পেশাজীবীরা যাতে দ্রুত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আগে দেখতে পারেন সেই সুযোগ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইন।


জানা গেছে, ফোকাসড ইনবক্স সুবিধায় ইনবক্স অপশনে  ‘ফোকাসড’ ও ‘আদার’ নামে দুটি ট্যাব যুক্ত করা হবে। এই দুটি ট্যাবের একটিতে  গুরুত্বপূর্ণ এবং অপরটিতে সাধারণ বার্তাগুলো পাওয়া যাবে।


সম্প্রতি এক বিজ্ঞপিতে লিংকডইন কর্তৃপক্ষ জানায়, ব্যবহারকারীদের অনেকেই পেশাগত যোগাযোগের জন্য বার্তা মিনিময়কে বেশি পছন্দ করছেন। আর তাই গত বছরের তুলনায় এ বছর লিংকডইনে বার্তা বিনিময়ের সংখ্যা প্রায় ২০ শতাংশ বেড়েছে। নতুন এ সুযোগ কাজে লাগিয়ে অন্যদের পাঠানো গুরুত্বপূর্ণ বার্তাগুলো দ্রুত পড়ার পাশাপাশি সময়মতো উত্তারও পাঠানো যাবে। পর্যায়ক্রমে সব দেশে এ সুবিধা চালু হবে।